এমবিবি কলেজ লেক প্রকল্পের উদ্বোধন স্থগিত: ত্রিপুরা মানবাধিকার কমিশনের সুপারিশ

1 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরা মানবাধিকার কমিশন (টিএইচআরসি) স্মার্ট সিটি মিশনের আওতায় পুনর্নির্মিত এমবিবি কলেজ লেক প্রকল্পের উদ্বোধন আপাতত স্থগিত রাখার সুপারিশ করেছে। এই সিদ্ধান্ত এসেছে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার কনজারভেশন ফোরাম’-এর দায়েরকৃত একটি নতুন আবেদনের (মামলা নম্বর ৯৮/২০২৫) পরিপ্রেক্ষিতে। কমিশন জানিয়েছে, চলমান মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত প্রকল্পের উদ্বোধন বা সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।
ফোরামের আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ১৫ আগস্ট প্রকল্পটির উদ্বোধনের দিন নির্ধারণ করেছিল। তবে ফোরামের দাবি, মামলার রায়ের আগে উদ্বোধন করা হলে তা পরিবেশগত ন্যায়বিচার ও মামলার উদ্দেশ্যকে ব্যাহত করবে।
কমিশন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে জানিয়েছে, উদ্বোধনের ফলে চলমান মামলা ও বিচার প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে, নগরোন্নয়ন দফতর, ভূমি ও রাজস্ব দফতর, মুখ্য বন সংরক্ষক, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও এবং পশ্চিম ত্রিপুরার জেলা শাসককে এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, এমবিবি কলেজ লেক পুনর্নির্মাণ প্রকল্পটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ও জনসাধারণের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কমিশন স্পষ্ট করেছে, মামলা নিষ্পত্তি বা নতুন নির্দেশ না আসা পর্যন্ত উদ্বোধন স্থগিত থাকবে।
এই ঘটনা প্রকল্পের ভবিষ্যৎ এবং পরিবেশগত ন্যায়বিচারের বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version