নিউজ ডেস্ক || পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষের নিত্যদিনের খরচে আরও একটি বড় ধাক্কা লাগল। গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম গতকাল রাত থেকে বেড়ে গেছে প্রতি সিলিন্ডারে ৫০ টাকা। এর ফলে ত্রিপুরায় একটি সিলিন্ডারের দাম ৯২৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭৮ টাকায়। এই হঠাৎ দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির উপর আর্থিক চাপ আরও বেড়ে গেছে।
ইতিমধ্যেই জ্বালানি তেলের আকাশছোঁয়া দামে হাঁপিয়ে ওঠা সাধারণ মানুষ এবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে হতাশা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো মানে আমাদের মাসিক বাজেটে বড় ধরনের প্রভাব। গরিব-মধ্যবিত্ত, সবার পকেটেই এর জ্বালা লাগছে।”
বিশেষজ্ঞদের মতে, জ্বালানির এই ক্রমাগত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে আরও কঠিন করে তুলছে। সরকারের তরফে এখনও এই দাম বৃদ্ধির কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনও স্পষ্ট বক্তব্য আসেনি। ফলে, রান্নাঘরের বাজেট সামলাতে এখন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে।