এসটিজিটি পরীক্ষার ফলাফলের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

1 Min Read
নিউজ ডেস্ক || ২০২২ সালে এসটিজিটি (স্কুল টিচার্স এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আশায় রাজ্যের বেকার যুবক-যুবতীরা পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ২০২৫ সালের জুলাই মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। এই দীর্ঘ বিলম্বের জেরে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বারবার ফলাফল প্রকাশের দাবিতে ধর্না ও বিক্ষোভে সামিল হচ্ছেন। আজ, ১৮ জুলাই, ২০২৫, ফের একবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২২ সালে পরীক্ষা দেওয়ার পর তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফলাফল ঘোষণা না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে, দপ্তরের তরফে নতুন করে এসটিজিটি পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। কিন্তু ২০২২ সালের পরীক্ষায় অংশ নেওয়া অনেক প্রার্থীর বয়সসীমা এরই মধ্যে পেরিয়ে গেছে, ফলে তারা নতুন করে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে তারা অবিলম্বে ২০২২ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি তুলেছেন।
বিক্ষোভের সময় পুলিশ চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আটক করে সরিয়ে নিয়ে যায়। তবে প্রার্থীদের দাবি, যতক্ষণ না ফলাফল প্রকাশিত হবে, ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই ঘটনায় রাজ্যের শিক্ষা দপ্তরের উপর প্রশ্ন উঠছে, কেন এত দীর্ঘ সময় ধরে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। চাকরিপ্রার্থীদের এই আন্দোলন সরকারের প্রতি তাদের ক্ষোভ ও হতাশার প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version