ওবিসি স্কলারশিপ বকেয়া মেটানোর দাবিতে এসএফআইয়ের ডেপুটেশন

1 Min Read

নিউজ ডেস্ক || ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওবিসি ছাত্রছাত্রীদের বকেয়া স্কলারশিপ অবিলম্বে নিষ্পত্তির দাবিতে বুধবার ত্রিপুরা এসএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনটির দাবি, স্কলারশিপে দীর্ঘ বিলম্বের ফলে হাজারো ছাত্রছাত্রী চরম সমস্যার মুখে পড়েছেন।

এসএফআই নেতৃত্ব জানায়, বহুদিন ধরে স্কলারশিপের অর্থ আটকে থাকায় ওবিসি ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় শিক্ষা ও জীবিকার খরচ মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। “এভাবে বিলম্ব চলতে থাকলে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে,” বলে অভিযোগ করেন সংগঠনের প্রতিনিধিরা।

ডেপুটেশনে এসএফআই দাবি করে, সামাজিক ন্যায়বিচার ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে স্কলারশিপের সময়মত প্রদান অত্যন্ত জরুরি। তারা আরও অভিযোগ করেন যে, এই দীর্ঘ বিলম্ব সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অদক্ষতারই পরিচয় বহন করে, যা শিক্ষার্থীদের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

ওবিসি কল্যাণ দপ্তরের কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন এসএফআই নেতারা। তারা আশা প্রকাশ করেন, দপ্তর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এসএফআই জানিয়েছে, স্কলারশিপ বকেয়া শীঘ্রই মেটানো না হলে তারা এই ইস্যুতে আরও তীব্র আন্দোলনে নামতে পারে। শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা সময়মতো পৌঁছানো না হলে রাজ্যের বহু মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে—এই বিষয়টিই এখন প্রধান উদ্বেগে পরিণত হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version