নিউজ ডেস্ক || ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে সোমবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করেছে প্রদেশ আদিবাসী কংগ্রেস। এই কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষার্থীদের জন্য ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টে পাঠ্যপুস্তক ও প্রশ্নপত্র প্রস্তুতের দাবি জানিয়েছে।
কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নেন আদিবাসী কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। মিছিল শেষে তারা শিক্ষা ভবনে পৌঁছে শিক্ষা দপ্তরের আধিকারিকদের হাতে একটি লিখিত দাবিপত্র তুলে দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া।
আদিবাসী কংগ্রেসের নেতারা জানান, মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করতে রোমান স্ক্রিপ্টের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাবি করেন, এটি ককবরক ভাষার শিক্ষার প্রসারে সহায়ক হবে। দাবি অবিলম্বে মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
