ককবরক ভাষার জন্য রোমান লিপির দাবিতে এবার আইপিএফটি-ও সামিল”

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরার আদিবাসী ‘ককবরক’ ভাষার লিপি বিতর্কে নতুন মোড়। রাজ্য সরকারের শরিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) এবার এই ভাষার জন্য রোমান লিপির পক্ষে সোচ্চার হয়েছে। রাজ্য বিধানসভায় বক্তৃতার সময় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, যিনি সমবায় বিভাগের দায়িত্বে রয়েছেন এবং মন্ত্রিসভায় আইপিএফটি-র একমাত্র প্রতিনিধি, রোমান লিপির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। যদিও আইপিএফটি দল হিসেবে এই ইস্যুটি আগেও উত্থাপন করেছিল, গত সপ্তাহে ‘তিপ্রা মথা’র রোমান লিপির দাবিতে তীব্র আন্দোলনের সময় তারা নীরব ছিল। শুক্লা চরণ গতকাল বিধানসভায় প্রথমে এই দাবির প্রতি সংক্ষিপ্ত সমর্থন জানালেও পরে দীর্ঘ বক্তৃতার মাধ্যমে বিষয়টির গুরুত্ব তুলে ধরেন।

এই ঘটনা ককবরক ভাষার লিপি নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, যা রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version