নিউজ ডেস্ক || কমলপুর থেকে খোয়াই পর্যন্ত জাতীয় সড়কের (প্রায় ১২ কিমি) বেহাল অবস্থার সমাধানে সক্রিয় পদক্ষেপ নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। গত ১০ মে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়িকে এক চিঠির মাধ্যমে অবহিত করেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গত ২২ জুলাই এক লিখিত চিঠিতে জানান, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই)-এর একটি প্রতিনিধি দল ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত রাস্তাটি পরিদর্শন করেছে। পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন আগামী ১৫ আগস্টের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রকে জমা দেওয়া হবে।
এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে এনএইচআইডিসিএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ড. কৃষ্ণা কুমার আগামী ১০ আগস্ট রাজ্যে এসে বিভিন্ন জাতীয় সড়কের নির্মাণ ও মেরামত কাজের পর্যালোচনা করবেন। এই গুরুত্বপূর্ণ বিকল্প সড়কটির দ্রুত সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ব্যক্তিগতভাবে ফোনে মন্ত্রী গড়কড়ির সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি, তিনি পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে-কে এই বিষয়ে বিশেষ নজর রাখতে এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
এই উদ্যোগের ফলে কমলপুর-খোয়াই সড়কের সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করা যাচ্ছে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি আনবে।
