নিউজ ডেস্ক || কাঞ্চনপুর দশদা ব্লকের বড়ছড়া হাইস্কুলে শিক্ষক স্বল্পতাসহ নানান সমস্যায় জর্জরিত হয়ে উঠেছে শিক্ষার পরিবেশ। এই সমস্যার প্রতিবাদে আজ (১৬ জুলাই, ২০২৫) সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষক নিয়োগসহ একাধিক দাবিতে দশদা-আনন্দবাজার সড়কে পথ অবরোধ করেন। এর ফলে সড়কে যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে, যা নিত্যযাত্রী ও সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি করে।
জানা গেছে, বড়ছড়া হাইস্কুলে বর্তমানে প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত থাকলেও শিক্ষকের সংখ্যা অপ্রতুল। এই শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন কার্যত লাটে উঠেছে। এছাড়াও বিদ্যালয়ে অন্যান্য পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিন ধরে সমাধানের অপেক্ষায় রয়েছে। ছাত্র-ছাত্রীরা এসব সমস্যা সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ জানালেও কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ছাত্র-ছাত্রীরা আজ সকালে বিদ্যালয়ের গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের প্রধান দাবি ছিল দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশের আশ্বাসের পর ছাত্র-ছাত্রীরা তাদের অবরোধ প্রত্যাহার করেন।
এ বিষয়ে একজন ছাত্র জানান, “আমরা চাই আমাদের পড়াশোনা সঠিকভাবে চলুক। কিন্তু শিক্ষক না থাকায় আমাদের ক্লাসগুলো ঠিকমতো হচ্ছে না। আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।” বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা এলাকায় শিক্ষা ব্যবস্থার দুর্বলতার বিষয়টি আরও একবার সামনে এনেছে।
এই অবরোধের ফলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হলেও ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন শিক্ষক নিয়োগের দাবিকে আরও জোরালো করেছে। এখন সবার চোখ শিক্ষা বিভাগ ও স্থানীয় প্রশাসনের দিকে, তারা কীভাবে এই সমস্যার সমাধান করে।