কাবেরী ও থেন্পেন্নাই নদীতে জলস্তর বৃদ্ধি: বন্যা সতর্কতা জারি, পর্যটকদের সাবধানতা

2 Min Read

হোগেনাক্কালে কাবেরী নদীর প্রবাহ দ্বিগুণ, তামিলনাড়ুতে বন্যার আশঙ্কা

নিউজ ডেস্ক || ভারী বৃষ্টিপাতের জেরে হোগেনাক্কালে কাবেরী নদীর জলপ্রবাহ হঠাৎ দ্বিগুণ বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর উৎস এলাকায় অবিরাম বৃষ্টির কারণে জলপ্রবাহ প্রতি সেকেন্ডে ৪,০০০ কিউসেক থেকে বেড়ে ৮,০০০ কিউসেকে পৌঁছেছে। কর্ণাটকের উর্ধ্ব কাবেরী অববাহিকায় টানা বৃষ্টিকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনায় প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে অতিরিক্ত সতর্কতা জারি করা হবে।

হোগেনাক্কাল জলপ্রপাতে জলস্তর বৃদ্ধির কারণে পর্যটকদের ভিড় বাড়লেও, জেলা প্রশাসন সতর্কবার্তা জারি করে নদীর ধারে না যাওয়ার নির্দেশ দিয়েছে। তীব্র স্রোতের কারণে আকস্মিক বিপদের আশঙ্কা রয়েছে। এদিকে, তামিলনাড়ুর বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে থেন্পেন্নাই নদীতেও জলস্তর বেড়েছে। ফলে কৃষ্ণগিরি, ধর্মপুরী এবং তিরুভন্নামালাই জেলায় বন্যা সতর্কতা জারি করেছে জলসম্পদ বিভাগ।

নদী ও উপনদী সংলগ্ন নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদীতে নামা বা স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ প্রবল স্রোতে প্রাণহানির ঝুঁকি রয়েছে। জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং দমকল বিভাগ সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দ্রুত সরিয়ে নেওয়ার পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে।

তামিলনাড়ু স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, প্রাক-বর্ষার প্রভাবে রাজ্যজুড়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি চলছে, যা নদীগুলোর জলস্তর আরও বাড়াতে পারে। জনসাধারণকে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version