কামাখ্যা মন্দিরে ভক্তদের যাত্রা আরও সহজ করতে দুটি রোপওয়ে নির্মাণের ঘোষণা

2 Min Read

নিউজ ডেস্ক || অম্বুবাচী উৎসবের সমাপ্তির পর শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির ঐতিহাসিক নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা মন্দিরে পুজো দেন। মন্দির দর্শনের পর তিনি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন—ভক্ত ও পর্যটকদের যাত্রাকে আরও সহজ ও দ্রুত করতে কামাখ্যা মন্দির পর্যন্ত দুটি রোপওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, একটি রোপওয়ে কামাখ্যা রেলস্টেশন থেকে এবং অপরটি সোনারাম ফিল্ড থেকে মন্দির পর্যন্ত নির্মিত হবে। এই দুটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। এছাড়াও, আরও কিছু সম্ভাব্য রোপওয়ে প্রকল্প নিয়ে সমীক্ষা চলছে। তিনি বলেন, “এই রোপওয়ে চালু হলে ভক্তদের যাত্রা আরও আরামদায়ক ও কম সময়সাপেক্ষ হবে। এর ফলে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং রাজ্যের পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।”

অম্বুবাচী উৎসব চলাকালীন ভক্তদের ভিড়ের কারণে মন্দিরে আসতে না পারলেও, উৎসব শেষ হওয়ার দুদিন পর মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে মা কামাখ্যার দর্শনে আসেন এবং অসমবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। তিনি উৎসবের সফল আয়োজনের জন্য মন্দির কমিটি, পর্যটন বিভাগ, মন্ত্রী রণজিৎ কুমার দাস সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, এ বছর অম্বুবাচী মেলা ২২ জুন শুরু হয়ে ২৬ জুন মায়ের দরজা খোলার মধ্য দিয়ে সমাপ্ত হয়। ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র কামাখ্যা মন্দিরে প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত সমাগম করেন।

রোপওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে কামাখ্যা মন্দির দর্শন আরও সহজ ও আকর্ষণীয় হবে। প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে কামাখ্যা মন্দির আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version