নিজস্ব প্রতিনিধি || বিশালগড় থানাধীন বাইদ্যার দীঘি এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটে গেছে দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনা। প্রথম ঘটনাটি সংঘটিত হয় শক্তি মাতা সংঘ কালীমন্দিরে, যেখানে চোরের দল মন্দিরের দরজা ভেঙে প্রণামী বাক্স থেকে সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। এই মন্দিরটি এলাকার সনাতনীদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজাস্থল, যেখানে ভক্তরা তাদের আশা-আকাঙ্ক্ষা মা কালীর কাছে নিবেদন করেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুলে। মিড-ডে-মিলের ঘরে তালা ভেঙে চোরের দল বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসে ভাঙা তালা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিজেপি মণ্ডল সভাপতি নারায়ন দেবনাথ ও স্থানীয় প্রধান। জানা গেছে, এর আগেও এই স্কুলে চোরেরা হানা দিয়ে ৪০টি ছোট আকারের ল্যাপটপ (ট্যাবলেট) চুরি করেছিল।
নারায়ন দেবনাথ বুধবার সকাল ১০টার দিকে সংবাদমাধ্যমে জানান, ব্রাউন সুগারসহ বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা নেশার টাকা জোগাড় করতেই এই ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে। তিনি আরও বলেন, “নেশার কারণে আমাদের যুবসমাজ ধ্বংসের পথে এগোচ্ছে। এই অপরাধের জাল ভাঙতে হলে কঠোর পদক্ষেপ প্রয়োজন।”
বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে, এবং তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এই ধরনের ঘটনা কেবল আইনশৃঙ্খলার অবনতিই নয়, সামাজিক অবক্ষয়েরও চিত্র তুলে ধরছে। নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার মোকাবিলা করা এখন সময়ের দাবি।