কুণাল কামরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মহারাষ্ট্র সরকারের!

By onlinenews tripura 1 Min Read

‘তিনি আইনের ঊর্ধ্বে নন’, বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম

নিউজ ডেস্ক || মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে বিতর্কে জড়ালেন জনপ্রিয় কৌতুকশিল্পী কুণাল কামরা। তাঁর বিরুদ্ধে একের পর এক হুমকি আসছে বলে দাবি করেছেন কামরার ঘনিষ্ঠ মহল। অভিযোগ, ইতিমধ্যেই প্রায় ৫০০টি হুমকি ফোন পেয়েছেন তিনি।

এবার তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ রামদাস কদম। বুধবার তিনি বলেন, “বারবার হিন্দু দেবতাদের উপহাস করা, সুপ্রিম কোর্ট এবং রাজ্যের বড় নেতাদের অপমান করা যদি কৌতুক হয়, তাহলে মহারাষ্ট্রে এই ধরণের কৌতুক হতে পারে না। তিনি আইনের ঊর্ধ্বে নন, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কুণাল কামরার সমর্থকরা এই হুমকির তীব্র নিন্দা করেছেন, অন্যদিকে, শাসক শিবির তাঁর মন্তব্যকে ‘অশালীন’ বলেই ব্যাখ্যা করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version