কৃষকদের পাশে সরকার, তুর-মসুর-ছোলা সংগ্রহে জোর

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক রাজ্যগুলিকে তুর, মসুর ও উড়াদ ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই তথ্য জানিয়ে বলেন, “তুর ডাল ক্রয়ের কাজ বর্তমানে চলছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় নাফেড এবং এনসিসিএফ-এর মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) এই ক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি রাজ্যগুলিকে এমএসপি-তে এই ক্রয় পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের আবেদন জানাই।”

কৃষিমন্ত্রী আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আশা যোজনার আওতায় ছোলা, সরিষা ও মসুর সংগ্রহও করা হবে। তিনি বলেন, “আমরা বিভিন্ন রাজ্য যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাটে সরিষা ক্রয়ের অনুমতি দিয়েছি। কৃষকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নাফেড এবং এনসিসিএফ পোর্টালের ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলিকে এই প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

এই পদক্ষেপ কৃষকদের জন্য বড় সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে দেশের কৃষকদের আর্থিক স্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version