ঈশানপুরে ধ্বংস হার্বিসাইডে নষ্ট ৮০% ধানক্ষেত: মন্ত্রী রতন লাল নাথ কৃষক দুর্গা মুন্ডাকে দিলেন সর্বোচ্চ সহায়তার আশ্বাস
নিউজ ডেস্ক || ঈশানপুর (সংবাদদাতা): কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ শনিবার কৃষক দুর্গা মুন্ডার ধ্বংসপ্রাপ্ত ধানক্ষেত পরিদর্শন করে সরাসরি সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্গা মুন্ডার চাষযোগ্য জমির প্রায় ৮০ শতাংশ ধানক্ষেত ধ্বংসাত্মক হার্বিসাইডের অপব্যবহারে সম্পূর্ণ নষ্ট হয়েছে। খবর পাওয়ামাত্র মন্ত্রী নিজে ঘটনাস্থলে হাজির হয়ে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেন এবং দপ্তরের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত কৃষককে সব ধরনের সহায়তা প্রদানের কড়া নির্দেশ দেন।
মন্ত্রী রতন লাল নাথ পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, “কৃষকরা ভগবানের মতো। তারা রাজ্য ও দেশের মানুষের খাদ্য জোগানের জন্য কঠোর পরিশ্রম করেন। আমি দৈনিক খবরের কাগজ ও সামাজিক মাধ্যমে দেখেছি, ঈশানপুর গ্রাম পঞ্চায়েতে কিছু দুষ্কৃতিকারী ধানক্ষেতে বিষ প্রয়োগ করেছে। যদিও দুর্গা মুন্ডার ফসল বীমা করা নেই, তবুও আমরা তাকে সব ধরনের সাহায্য করব। সমস্ত দিক পর্যালোচনা করে তাকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।”
তিনি আরও জানান, কয়েকদিন আগে তিনি এখানে এসে নিজে ধান রোপণ করেছিলেন এবং ফসল ভালোভাবে ফলেছিল। কিন্তু এবার দুষ্কৃতির কারণে এত বড় ক্ষতি। মন্ত্রী বলেন, “আমাদের অবশ্যই দোষীদের চিহ্নিত করতে হবে। অন্যের ক্ষতি যারা করে, তাদের খুঁজে বের করা সমাজের দায়িত্ব।” কৃষি দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে কৃষকের সমস্ত তথ্য সংগ্রহ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
শেষে মন্ত্রী সব কৃষকদের আবাহন জানান, “প্রত্যেক কৃষককে তাদের জমি ও ফসলের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নিবন্ধন করতে হবে। কোনো কৃষকের জমিতে ক্ষতি হলে আমাদের সরকার ও দপ্তর সবসময় সহায়তা করে থাকে।” এই ঘটনায় স্থানীয় কৃষক সমাজ মন্ত্রীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে।
