“কেউই আইনের ঊর্ধ্বে নয়” — সুপ্রিম কোর্টের কড়া বার্তা

2 Min Read

অন্ধ্রপ্রদেশের ডেপুটি কালেক্টরকে পদাবনতি ও জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক || আদালতের আদেশ অমান্য করার অভিযোগে অন্ধ্রপ্রদেশের ডেপুটি কালেক্টর টাটা মোহন রাওকে পদাবনতি করে পুনরায় তহশিলদার পদে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়া, তাকে ১ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে। সুপ্রিম কোর্টের বেঞ্চ, বিচারপতি বি.আর. গাভাই এবং এ.জি. মাসিহ, স্পষ্ট জানিয়েছে, “কেউই আইনের ঊর্ধ্বে নয়, উচ্চ পদে থাকা ব্যক্তিও নয়।”

ঘটনার সূত্রপাত গুন্টুর জেলায়, যখন টাটা মোহন রাও তহশিলদার হিসেবে দায়িত্ব পালনের সময় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বস্তি উচ্ছেদ করেন। এই উচ্ছেদের ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েন। বিষয়টি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে পৌঁছায়, যেখানে রাওকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন।

সুপ্রিম কোর্ট জানায়, রাও ২০২৩ সালে ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। তবে, তার “একগুঁয়ে ও নির্দয় মনোভাব” দুঃস্থ বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে। আদালতের নির্দেশ লঙ্ঘন গণতান্ত্রিক কাঠামোর মূলে আঘাত বলে উল্লেখ করে বিচারপতি গাভাই বলেন, “এই বার্তা দেশজুড়ে ছড়িয়ে পড়ুক — আপনি যত উচ্চ পদেই থাকুন, আদালতের আদেশ উপেক্ষা করতে পারবেন না।”

তবে, রাওয়ের পরিবার যেন ভুক্তভোগী না হয়, সে কারণে কারাদণ্ডের পরিবর্তে পদাবনতি ও অর্থদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, “আইনের শাসন টিকিয়ে রাখতে বিচার বিভাগের মর্যাদা রক্ষা অপরিহার্য। সংবিধানিক পদে থাকা ব্যক্তিও আদালতের আদেশ মানতে বাধ্য।”

এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনের শাসনের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে আদালতের আদেশ অমান্য করার পরিণতি কঠোর হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version