নিউজ ডেস্ক || কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম মঙ্গলবার দুপুরে ত্রিপুরায় পৌঁছেছেন। এই সফরে তিনি রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় সরেজমিনে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়কসহ জনজাতি কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। ঐতিহ্যবাহী রিসা পরিয়ে মন্ত্রী দেববর্মা কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান।
সফরের মূল উদ্দেশ্য হলো ত্রিপুরায় চলমান কেন্দ্রীয় জনজাতি উন্নয়ন প্রকল্পগুলির মাঠ পর্যায়ের অগ্রগতি যাচাই করা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং জীবিকা-সংক্রান্ত প্রকল্পগুলিতে। সূত্রের খবর, জুয়েল ওরাম একাধিক জেলার জনজাতি অধ্যুষিত গ্রাম ও প্রকল্প এলাকা সরাসরি পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রশাসনিক মহলের মতে, এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিক নয়; কেন্দ্রীয় স্কিমগুলি যেখানে প্রশাসনিক বাধার সম্মুখীন হচ্ছে, সেখানে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করাই মন্ত্রীর অন্যতম লক্ষ্য। রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে জনজাতি উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।
আগামী কয়েক দিনে কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকাসহ বিভিন্ন পার্বত্য জেলা ঘুরে দেখবেন। এই সফরের ফলাফলের উপর নির্ভর করবে আগামী দিনে ত্রিপুরার জনজাতি উন্নয়নের জন্য কেন্দ্রীয় তহবিল ও নীতিগত সিদ্ধান্তের নতুন দিশা।
