কেন্দ্র-রাজ্য সরকারের বিরুদ্ধে সরব সিপিআই(এম এল)

By onlinenews tripura 2 Min Read

নিজস্ব প্রতিনিধি || আজ আগরতলা প্রেস ক্লাবে সিপিআই(এম এল) ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়।

পার্থ কর্মকার তাঁর বক্তব্যে ওয়াকফ আইন (সংশোধনী)-২০২৫-কে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে সমালোচনা করেন। তিনি বলেন, এই আইন সংবিধানের ২৬, ২৯, ৩০ ও ১৪ ধারা লঙ্ঘন করে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা। এটি কেবল মুসলিম সম্প্রদায় নয়, সামগ্রিকভাবে সংবিধান ও প্রজাতন্ত্রের মূল্যবোধের উপর আঘাত বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা করা হয়। জানানো হয়, রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে উজ্জ্বলা প্রকল্পে ৫৫০ টাকা এবং সাধারণ ভোক্তাদের জন্য ৮৫৩ টাকা হয়েছে। পেট্রোল-ডিজেলের দামও লিটারপ্রতি ২ টাকা বেড়েছে। এই মূল্যবৃদ্ধি শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপিয়েছে, যখন কর্মসংস্থানের অভাব ও মজুরি হ্রাসের সমস্যা চলছে।

বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী বিধায়কদের উপর অসংসদীয় মন্তব্যের জন্য পরিষদীয় মন্ত্রীর ক্ষমা প্রার্থনা বা বরখাস্তের দাবি জানান পার্থ কর্মকার। তিনি গ্রামোন্নয়ন, পূর্ত, পুলিশ ও জলসম্পদ দপ্তরে দুর্নীতি এবং ভূমি মাফিয়ার দৌরাত্ম্যের কথাও তুলে ধরেন।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে, ট্রাম্প প্রশাসনের ভারতীয় রপ্তানি পণ্যের উপর ২৬% শুল্ক আরোপের সমালোচনা করে কর্মকার বলেন, এটি ভারতের অর্থনীতি, ঔষধ, কৃষি ও শিল্পখাতকে বিপন্ন করেছে। তিনি মোদী সরকারের নীরবতাকেও কাঠগড়ায় তুলে আমেরিকার প্রতি নতিস্বীকারের অভিযোগ করেন।

সিপিআই(এম এল) ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে ত্রিপুরায় সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে। এছাড়া, ২০ মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও জাতীয় ফেডারেশনের ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে রাজ্যে প্রচার, মিছিল ও সচেতনতা কর্মসূচির পরিকল্পনা ঘোষণা করা হয়। আইএনটিইউসি-কে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিপিআই(এম এল) স্পষ্ট করেছে যে, তারা সংবিধান, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় অটল থাকবে এবং ফ্যাসিবাদী, কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version