কৈলাসহরে বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ গ্রামবাসী, টিলাবাজারে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ

2 Min Read

নিউজ ডেস্ক || দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ সংকট ও লো-ভোল্টেজ সমস্যায় অতিষ্ঠ হয়ে আজ সকালে কৈলাসহরের উত্তরাঞ্চলের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। টিলাবাজার-বাবুরবাজার ও টিলাবাজার-ধলিয়ারকান্দি সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান গ্রামবাসীরা। এর ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও ইরানি থানার পুলিশ এবং টিএসআর বাহিনী।

বিক্ষোভকারীদের অভিযোগ, ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বছরের পর বছর ধরে লো-ভোল্টেজ সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। এর ফলে ঘরে বৈদ্যুতিক লাইট, ফ্যান বা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা অসম্ভব হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীরা সন্ধ্যার পর পড়াশোনা করতে পারছেন না, বয়স্করা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। লো-ভোল্টেজের কারণে পাম্প মেশিন চলছে না, ফলে গ্রামে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।

গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড প্রতি মাসে নিয়মিত বিল আদায় করলেও পরিষেবার মান নিয়ে কোনো উন্নতি করছে না। একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি কৈলাসহরের মহকুমাশাসক ও উনকোটি জেলার জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি।

আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ আলোচনার চেষ্টা করলেও গ্রামবাসীরা স্পষ্ট জানান, যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে এবং পানীয় জলের সংকট সমাধানের জন্য পাম্প মেশিন ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ অবরোধ চলবে। দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ দপ্তর বা সাই কম্পিউটার লিমিটেডের কোনো আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছানোয় অবরোধ অব্যাহত রয়েছে।

গ্রামবাসীরা দাবি করেছেন, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পানীয় জলের সংকট নিরসনে পাম্প মেশিন পুনরায় স্থাপন করা হোক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version