জাতি-জনজাতির মিলনমেলায় উৎসবের আমেজ, চতুর্দশ দেবতার আশীর্বাদে সমৃদ্ধি কামনা
নিউজ ডেস্ক || ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা আজ থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথিতে শুরু হওয়া এই সাত দিনব্যাপী উৎসব জাতি-জনজাতির মিলনতীর্থ হিসেবে পরিচিত। এই পবিত্র উৎসব উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “জাতি-জনজাতির পবিত্র মিলনতীর্থ খয়েরপুরের চতুর্দশ দেবতা বাড়িতে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষে সকল রাজ্যবাসীকে জানাই অসংখ্য শুভকামনা। চতুর্দশ দেবতার নিকট রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করি।”
খার্চি পূজা ত্রিপুরার সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি, যেখানে ১৪ জন দেব-দেবীর পূজা একই বেদীতে অনুষ্ঠিত হয়। এই উৎসব শুধুমাত্র আধ্যাত্মিক নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক সমন্বয়ের প্রতীক। উৎসবে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। মুখ্যমন্ত্রী আজ খয়েরপুরে খার্চি মেলার উদ্বোধন করেন, যা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।
এই উৎসবের মাধ্যমে ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য দেশের সামনে তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় এই পূজার মাধ্যমে রাজ্যে শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ার আশা প্রকাশ করেছেন।
