নিউজ ডেস্ক || ত্রিপুরার ঐতিহ্যবাহী উৎসব খর্চি পূজার শুভ মুহূর্তে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা ত্রিপুরার জনগণের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
অমিত শাহ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “খর্চি পূজার শুভেচ্ছা ত্রিপুরার ভাই-বোনদের। এই ধর্মীয় উৎসব মাতৃভূমির সঙ্গে আমাদের বন্ধনকে আরও গভীর করুক এবং সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি আনুক।”
অন্যদিকে, জগৎ প্রকাশ নড্ডাও তাঁর এক্স পোস্টে বলেছেন, “খর্চি পূজার উপলক্ষে ত্রিপুরার সমস্ত ভাই-বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব সকলের জীবনে সৌভাগ্য, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক। শুভ ও আনন্দময় খর্চি পূজা।”
খর্চি পূজা ত্রিপুরার একটি প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব, যা মা ভূমির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে পালিত হয়। কেন্দ্রীয় নেতৃত্বের এই শুভেচ্ছা বার্তা ত্রিপুরার জনগণের মধ্যে উৎসবের উৎসাহকে আরও বাড়িয়ে তুলেছে।