নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের ক্রীড়া পরিকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন নিয়ে একটি প্রবন্ধ শেয়ার করেছেন, যেখানে গত ১১ বছরে এই খাতে সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে। তিনি জানিয়েছেন, এই রূপান্তর ভারতকে একটি বৈশ্বিক ক্রীড়া শক্তিতে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ড. মনসুখ মাণ্ডবিয়ার একটি এক্স পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, “গত ১১ বছরে ভারতের ক্রীড়া পরিকাঠামো নজিরবিহীনভাবে সম্প্রসারিত হয়েছে। যুবসমাজ এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে, এবং এই রূপান্তর ভারতকে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে।”
গত এক দশকে ভারত সরকার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে ব্যাপক জোর দিয়েছে। দেশজুড়ে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স, স্টেডিয়াম, ট্রেনিং সেন্টার এবং অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের মতো সরকারি উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে। এই প্রকল্পগুলি তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করছে।
বিশেষজ্ঞদের মতে, ক্রীড়া পরিকাঠামোর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভবিষ্যতে ভারতের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায়, বিশেষত অলিম্পিকে, পারফরম্যান্সকে আরও উন্নত করবে। এই উন্নয়ন ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে, যা দেশকে বিশ্ব ক্রীড়া মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে।