খেলো ইন্ডিয়া ২০২৫: তরুণ প্রতিভার উৎসব, পাটনায় বর্ণাঢ্য সমাপন

1 Min Read

নিউজ ডেস্ক ||  বিহারের পাটনার কঙ্করবাগে অবস্থিত পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে আজ সন্ধ্যা সাড়ে ছ’টায় এক বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৫। গত ৪ মে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আজ চূড়ান্ত দিন। পাটনা ও রাজগীরে আজ বাস্কেটবল, কুস্তি এবং তলোয়ারবাজির ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকালে ছেলেদের বাস্কেটবল ম্যাচে তামিলনাড়ু দল দিল্লিকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে। অন্যদিকে, মেয়েদের বিভাগে পাঞ্জাব দল মহারাষ্ট্রকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

মহারাষ্ট্র এবারের খেলো ইন্ডিয়া ইউথ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে। তারা এখন পর্যন্ত ৫৬টি সোনা, ৪৫টি রৌপ্য সহ মোট ১৪৯টি পদক জয় করেছে। হরিয়ানা ৩৫টি সোনা ও ২৬টি রৌপ্যসহ মোট ১০৭টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থান ২২টি সোনা সহ মোট ৫৫টি পদক নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

আজকের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খড়সে, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৫ দেশের তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা প্রদর্শন ও বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এই প্রতিযোগিতা ভারতের ভবিষ্যৎ ক্রীড়া জগতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version