খোয়াই জেলায় মুখ্যমন্ত্রীর ৮টি প্রকল্পের উদ্বোধন

3 Min Read

নিউজ ডেস্ক || মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ খোয়াই জেলায় ৮টি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে তিনি বলেন যে রাজ্য সরকার জেলা, নগর থেকে শুরু করে পঞ্চায়েত ও ভিলেজ এলাকা পর্যন্ত পরিকাঠামো উন্নয়নে কাজ করছে। পদ্মবিল ব্লকের বাইজলবাড়িতে নতুন থানা এবং ৫০ আসন বিশিষ্ট নবনির্মিত জনজাতি ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। এই ৮টি প্রকল্প নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮ কোটি টাকা। এবছর এখন পর্যন্ত সারা রাজ্যে ৫৮০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন হওয়া প্রকল্পসমূহ

সরাসরি উদ্বোধন:

  • বাইজলবাড়ি নতুন থানা
  • বাইজলবাড়িতে ৫০ আসন বিশিষ্ট নবনির্মিত জনজাতি ছাত্রাবাস

ভার্চুয়ালি উদ্বোধন:

  • মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট
  • তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট
  • তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি কিউবিক্যাল চেম্বার
  • তেলিয়ামুড়া ব্লকের নবনির্মিত অতিরিক্ত অফিসবাড়ি
  • মেথারায়বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত শ্রেণীকক্ষ
  • খোয়াই ব্লকের ধলাবিলস্থিত ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে নবনির্মিত অফিসবাড়ি

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার মিশ্র সংস্কৃতি ও সৌভ্রাতৃত্ব সারা দেশেই বিশেষ সম্মান লাভ করেছে। তিনি আরও বলেন, সব অংশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হলে উন্নয়নও গতিশীল হয়।

  • স্বনির্ভরতা: রাজ্যের মানুষকে স্বনির্ভর করার জন্য ইতিমধ্যেই ৫৪ হাজার স্বসহায়ক দল গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে ৯১ হাজার মহিলা ‘লাখপতি দিদি’ হয়েছেন।
  • মৌলিক সুবিধা: সারা রাজ্যেই পানীয়জলের সংযোগ, বাসগৃহ, শৌচালয় নির্মাণ এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
  • স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনায় প্রতিটি পরিবার বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারছে। এর পাশাপাশি রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাও চালু করা হয়েছে।
  • জনজাতি কল্যাণ: জনজাতি অংশের মানুষের উন্নয়নে রাজ্য সরকার বিশেষ প্রাধান্য দিয়েছে। জনজাতিদের জীবনমান উন্নয়নে ১,৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত অর্থবছরে এডিসি’র বাজেটে অতিরিক্ত ১৬৯ কোটি ৮২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এডিসি এলাকায় শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে মার্কেটিং সেন্টার নির্মাণের কাজ চলছে।
  • অর্থনৈতিক উন্নয়ন: রাজ্য সরকার রাজ্যের নিজস্ব সম্পদ যেমন – আগর, রাবার, ভূগর্ভস্থ গ্যাস এবং কৃষির উপর ভিত্তি করে রাজ্যের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী অনুরাগ এবং খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিধায়ক রঞ্জিত দেববর্মাও বক্তব্য রাখেন। খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version