চড়িলামে বিজেপির ভাঙন অব্যাহত: ৩৯৫ পরিবারের ১৭০২ ভোটার মথায় যোগ, মন্ডল সভাপতির নিগোশিয়েশন বাণিজ্যে ব্যস্ততা!

2 Min Read
নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরার রাজনৈতিক ময়দানে চড়িলাম বিধানসভা কেন্দ্রে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল এবং কর্মী স্বল্পতা চরমে উঠেছে। যেখানে রাজ্যজুড়ে মথা (মথা) দল ছেড়ে লোকজন বিজেপিতে যোগ দিচ্ছে, সেখানে চড়িলামে ঠিক উল্টো ছবি। নেতৃত্বের সাড়া না পেয়ে বিজেপি কর্মীরা দলে দলে মথায় চলে যাচ্ছেন। বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে মথা দলের আয়োজিত এক বিশাল যোগদান সভায় এই প্রবণতা স্পষ্ট হয়ে উঠল।
চড়িলাম মন্ডলের বিভিন্ন মোর্চার কর্মীরা দাদা-দিদির গোষ্ঠী কোন্দলের কারণে বিজেপি ছেড়ে মথায় যোগ দিয়েছেন। এদিন ৩৯৫ পরিবারের মোট ১৭০২ জন ভোটার মথা দলে যোগদান করেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিশ্বকৃতু দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক সুবোধ দেববর্মা, চড়িলাম মথা দলের ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব দেববর্মা, এমডিসি গণেশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, বিজেপির চড়িলাম মন্ডল সভাপতি তাপস দাস মন্ডল সভাপতি হওয়ার পর নিজের পঞ্চায়েত আড়ালিয়াতে ৪ বার বিজেপি ছেড়ে মথায় যোগদানের ঘটনা ঘটেছে। বিশালগড়ে কংগ্রেসের মতো চড়িলামে বিজেপিও কর্মী স্বল্পতায় ভুগছে। মন্ডল সভাপতি শরিক দল মথাকে “একই মায়ের দুটি সন্তান” বলে উড়িয়ে দিলেও, তিনি নিজে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে নিগোশিয়েশন বাণিজ্যে ব্যস্ত। এই সুযোগে মথা দল বিজেপির নাম ‘ধুয়ে-মুছে’ দিচ্ছে বলে অভিযোগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোষ্ঠী কোন্দলের ফলে আগামী বিধানসভা নির্বাচনে চড়িলাম কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করা প্রায় অসম্ভব। মথা দলের জয়জয়কার চলছে এলাকায়। যদিও আড়ালিয়া থেকে যোগদানের হিড়িক শুরু হয়েছে, তবু চড়িলামে বিজেপির অভ্যন্তরীণ সংকট গভীরতর হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version