নিজস্ব প্রতিনিধি || শনিবার সকালে চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন আগরতলা-উদয়পুর সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যবসায়ী চন্দন ভৌমিক। জানা গেছে, TR01C1389 নম্বরের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দন ভৌমিকের (পিতা: সুধাংশু ভৌমিক)।
বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা রক্তাক্ত অবস্থায় চন্দনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চন্দন ভৌমিকের বাড়ি চড়িলাম ব্লকের শিকরিয়া এলাকায়। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি স্কুটিতে করে দোকানের সামগ্রী কিনতে বেরিয়েছিলেন। কিন্তু পথে এই দুর্ঘটনা তাঁর জীবন কেড়ে নেয়। খবর পৌঁছতেই তাঁর পরিবারের সদস্যরা ছুটে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা শিকরিয়া এলাকায়।