নিজস্ব প্রতিনিধি || মাত্র ২৪০ দিন আগে সংস্কার করা রাস্তা আবারো বেহাল অবস্থায় ফিরে গেছে। চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েত, চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েত এবং বাঁশতলী ভিলেজ লাগুয়া কাম রাজ কলোনি এলাকার এই রাস্তাটি গত ৮ মাস আগে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে সংস্কার করা হয়েছিল। কিন্তু সংস্কারের এত অল্প সময়ের মধ্যেই রাস্তার পিচ উঠে গেছে, ছোট ছোট পাথরের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রাস্তায় পড়ে রয়েছে। এর ফলে বাইক, সাইকেল, ছোট-বড় যানবাহন এমনকি পথচারীদেরও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের মধ্যে মিলেমিশে কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, হালকা ছোট পাথরের নুড়ি ও বালি দিয়ে অগ্নিপরীক্ষার নামে রাস্তার কাজ সারা হয়েছে। ফলে, অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তাটি পুনরায় ধ্বংস হয়ে গেছে।
শুধু এই রাস্তাই নয়, বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের অধীনে সংস্কার হওয়া অন্যান্য রাস্তারও একই দশা। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদাররা কম দামে কাজ নিয়ে পরে সুপারভাইজিং অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের “কাঠ মানি” দিতে বাধ্য হন। এই খরচ মেটাতে গিয়ে ঠিকাদাররা নিম্নমানের কাজ করছেন, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
গ্রামবাসীরা অবিলম্বে রাস্তাটির পুনঃসংস্কারের দাবি তুলেছেন। তারা জানিয়েছেন, এই দুর্ভোগ আর সহ্য করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের কাছে তাদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক।