নিউজ ডেস্ক || শারদীয়া দুর্গোৎসবের চতুর্থীর দিনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা শহরের বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শন করে উৎসবের শুভ উদ্বোধন করেন। এদিন তিনি জয়নগরের যুব সমাজ ক্লাব আয়োজিত দুর্গাপূজায় অংশগ্রহণ করে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করেন। এছাড়াও তিনি নবদিগন্ত ক্লাব, জয়নগর এবং ব্লাডমাউথ ক্লাবের শারদীয়া উৎসবে অংশ নিয়ে মায়ের দর্শন করেন এবং উপস্থিত সকলের সঙ্গে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে তিনি কুঞ্জবন সেবক সংঘ আয়োজিত মাতৃ আরাধনায় অংশ নিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
মুখ্যমন্ত্রী এদিন শুধু পুজো পরিক্রমাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি বড়দোয়ালী বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। তিনি ৩৭ নং ওয়ার্ডের ৩৩ নং বুথে (কালী টিলা), ৪০ নং ওয়ার্ড, ৩২ নং ওয়ার্ড এবং ৩৪ নং ওয়ার্ডের মায়েদের হাতে দুর্গোৎসবের উপহার তুলে দেন। এই উপহার বিতরণের মাধ্যমে তিনি মহিলাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।
মুখ্যমন্ত্রীর এই পূজা পরিক্রমা ও উপহার বিতরণ কর্মসূচি শহরবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। তাঁর উপস্থিতি ও সহযোগিতায় আগরতলার শারদীয়া দুর্গোৎসব আরও উৎসবমুখর হয়ে উঠেছে।
