চিত্রনাট্যকার, পরিচালক ও সম্পাদক বিপ্লব গোস্বামীকে সংবর্ধনা প্রদান

onlinenews tripura
By onlinenews tripura 2 Min Read

আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিপ্লব গোস্বামীর পুরস্কৃত হওয়া রাজ্যবাসীর কাছে গর্বের বিষয়: মুখ্যমন্ত্রী

আগরতলা || জীবনে কিছু অর্জন করতে হলে পরিশ্রম করতে হয়। কাজের প্রতি শ্রদ্ধা ও আনন্দ থেকেই পরিশ্রম করার মানসিকতা গড়ে উঠে। একাগ্র চিত্তে পরিশ্রম, অনুশাসন, লক্ষ্যের প্রতি দৃঢ় মনোভাব এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। আজ ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের (টিএফটিআই) উপদেষ্টা তথা প্রখ্যাত চিত্রনাট্যকার, পরিচালক ও সম্পাদক বিপ্লব গোস্বামীকে সংবর্ধনা প্রদান করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, ২৫তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) অনুষ্ঠানে বিপ্লব গোস্বামী বেস্ট স্টোরির (অরিজিন্যাল) জন্য পুরস্কৃত হওয়া রাজাবাসীর কাছে একটি গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন রাজ্যের বর্তমান প্রজন্ম বিপ্লব গোস্বামীর মতো প্রখ্যাত ব্যক্তিদের দেখে অনুপ্রাণিত হবে। নজরুল কলাক্ষেত্রস্থিত টিএফটিআই পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা শ্রী গোস্বামীকে ফুল, রিসা, স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করেন। মুখ্যমন্ত্রী বলেন, টিএফটিআইকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রখ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীকে সম্প্রতি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ২৫তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘লাপাতা লেডিস’ হিন্দি ফিল্মের জন্য দ্য পপুলার ক্যাটাগরিতে বেস্ট স্টোরি (অরিজিন্যাল) পুরস্কারে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী বলেন, ভবিষ্যতে টিএফটিআইতে ৬ মাসের সার্টিফিকেট ও ১ বছরের ডিপ্লোমা কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। বক্তব্য রাখতে গিয়ে চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী নিজের এই সফলতার জন্য রাজ্য ও রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আইফা অ্যাওয়ার্ড পাওয়া অত্যন্ত আনন্দের বিষয় ও এক বিরল অনুভূতি। আজকের এই অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচার‍্যাল কমপ্লেক্স’র চেয়ারম্যান নবেন্দু ভট্ট াচার্য, রাজা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version