নিউজ ডেস্ক || চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র আইপিএল জয়ের উৎসবের ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। এই ঘটনার নৈতিক দায় নিয়ে শনিবার পদত্যাগ করেছেন কেএসসিএ-র সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই এস জয়রাম। উভয়েই কেএসসিএ সভাপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত ৫ জুন, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র আইপিএল জয়ের উৎসব পালনের সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উৎসবের উচ্ছ্বাসে হাজার হাজার সমর্থকের ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্রিকেট প্রশাসন।
ঘটনার সময় কর্ণাটক বিধানসভায় আরসিবি ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল। খবর পেয়ে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ঘটনাস্থলে ছুটে যান এবং জানান, ৫০০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল, তবু এই দুর্ঘটনা এড়ানো যায়নি। তিনি আরও বলেন, “এখনই কিছু বলা যাবে না, রিপোর্ট না পেলে কিছু নিশ্চিত নয়।”
এ শঙ্কর ও ই এস জয়রাম তাঁদের পদত্যাগপত্রে ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এই দুর্ঘটনার নৈতিক দায় স্বীকার করেছেন। এই ঘটনা ক্রিকেটের উৎসবমুখর পরিবেশে শোকের ছায়া ফেলেছে এবং ক্রিকেট মাঠে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, স্টেডিয়ামের বাইরে এমন ট্র্যাজেডি ঘটলেও ভিতরে উৎসব চলতে থাকায় প্রশাসনের দায়িত্বহীনতা প্রকাশ পেয়েছে। এই ঘটনা ভবিষ্যতে ক্রিকেট আয়োজনে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জোরালো করেছে।