চিন্ময় কৃষ্ণ দাসের পাঁচ মামলায় জামিন নাকচ, আদালতের আদেশে হাইকোর্টে আপিলের প্রস্তুতি

2 Min Read

নিউজ ডেস্ক ।। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাঁচটি মামলায় জামিনের আবেদন মঙ্গলবার নামঞ্জুর করেছে চট্টগ্রামের প্রথম মহানগর হাকিম আদালত। হাকিম আবু বরক সিদ্দিক শুনানি শেষে এই আদেশ দেন। এই মামলাগুলোর মধ্যে রয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের দায়ের করা ভাঙচুর, হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা এবং আলিফের ভাই খানে আলমের দায়ের করা আরেকটি মামলা।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য পাঁচটি মামলায় জামিনের আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে এবং শুনানি শেষে আদালত সব মামলায় জামিন নামঞ্জুর করেন। তিনি বলেন, “হত্যা মামলায় জামিন শুনানির ধার্য দিন ছিল, আর অন্য চারটি মামলায় বিশেষ জামিন আবেদন করা হয়েছিল।”

গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের তিনটি মামলা এবং আলিফের ভাইয়ের দায়ের মামলায় ৬ মে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। এর আগে, ৫ মে আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য দাবি করেন, “এই পাঁচটি মামলায় চিন্ময় কৃষ্ণের কোনো সম্পৃক্ততা নেই। তিনি পুলিশ হেফাজতে ছিলেন। হাইকোর্ট একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তার রুল অ্যাবসুলিউট করার পরের দিনই তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যা মেলাফাইড ইনটেনশন।”

আইনজীবী আরও জানান, চিন্ময় কৃষ্ণ গুরুতর অসুস্থ এবং লিভার সিরোসিসে আক্রান্ত। তিনি বলেন, “তার চিকিৎসার জন্য একটি আবেদন করা হয়েছে, কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা মেট্রো সেশন কোর্টে জামিনের জ05/11/2024ন্য আবেদন করব এবং যথাযথ আইনি পদক্ষেপ নেব।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version