চেনাব ব্রিজ উদ্বোধন: কাশ্মীরের পর্যটনের নতুন দিগন্ত

1 Min Read

বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব কাশ্মীরকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়

নিউজ ডেস্ক ।। দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৬ জুন, শুক্রবার জম্মু-কাশ্মীরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল সেতু—চেনাব ব্রিজ। এই ঐতিহাসিক মুহূর্তে একই সঙ্গে কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে, যা কাশ্মীরের পর্যটন খাতে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

চেনাব ব্রিজ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত এই সেতুটি প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার এবং দিল্লির কুতুব মিনারের চেয়ে পাঁচগুণ লম্বা। ১.৩১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৪৮৬ কোটি টাকা এবং ব্যবহৃত হয়েছে ২৮,৬৬০ মেগাটন স্টিল।

২০০৩ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার এই সেতু নির্মাণের অনুমোদন দিয়েছিল। কঠিন ভূ-প্রাকৃতিক পরিস্থিতি সত্ত্বেও এই সেতু মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম।

এই সেতু এবং বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন কাশ্মীরের সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং পর্যটনের নতুন সম্ভাবনা উন্মোচন করবে। এই অভূতপূর্ব উদ্যোগ ভারতের রেল ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করতে চলেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version