জওয়ানদের সাহসে গর্বিত ভারত: মোদীর পাঞ্জাব সফর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় বার্তা

1 Min Read

নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি সফর করেন এবং সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে তিনি জওয়ানদের শৌর্য, সাহস ও নিষ্ঠার প্রশংসা করে তাঁদের মনোবল বাড়ানোর বার্তা দেন। প্রধানমন্ত্রীর এই সফর পহেলগাম জঙ্গি হামলার পর শুরু হওয়া ‘অপারেশন সিন্দূর’-এর ঐতিহাসিক সাফল্যের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “সাহস, সংকল্প ও নির্ভয়ের প্রতীক আমাদের জওয়ানদের মাঝে থাকা আমার জন্য গর্বের মুহূর্ত। ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের কাছে দেশ চিরঋণী।” এই বার্তায় তিনি জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা ও দেশের অটল সমর্থনের কথা তুলে ধরেন।

‘অপারেশন সিন্দূর’-এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এই অভিযানে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয়েছে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের প্রমাণ।

গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে যে কোনও সন্ত্রাসী হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। আমরা কোনও পারমাণবিক হুমকির কাছে মাথা নত করব না।” তাঁর এই বার্তা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের অটুট প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

আদমপুর বিমানঘাঁটির এই সফর ও প্রধানমন্ত্রীর বার্তা জওয়ানদের মনোবল বাড়ানোর পাশাপাশি দেশবাসীর মধ্যে জাতীয় গর্ব ও ঐক্যের বোধ জাগিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version