জাতীয় একতা দিবসে চন্দ্রপুরে বিশাল একতা মার্চ: সর্দার প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন

2 Min Read
নিউজ ডেস্ক || ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ দেশজুড়ে পালিত হল “জাতীয় একতা দিবস”। এই উপলক্ষ্যে চন্দ্রপুরে আয়োজিত হল এক বিশাল “একতা মার্চ”। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর (শহর) ও সদর (গ্রামীণ) জেলা কমিটির উদ্যোগে এই পদযাত্রা চন্দ্রপুর আইএসবিটি থেকে শুরু হয়ে আশ্রম চৌমুহনীতে এসে সমাপ্ত হয়। মার্চে অংশগ্রহণকারীদের উৎসাহ ও দেশপ্রেমের ছোঁয়ায় শহরজুড়ে ছড়িয়ে পড়ল ঐক্যের বার্তা।
এদিনের একতা মার্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী ভগবান দাস, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধানসভার বিধায়িকা কল্যাণী রায়, কাউন্সিলর সুকুমার সাহা, পাঁচখয়রপুর মণ্ডলের কার্যকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে পদযাত্রা পরিণত হয় এক মহাসমাবেশে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, “সর্দার বল্লভভাই প্যাটেলই ছিলেন ভারতের প্রকৃত ঐক্যের স্থপতি। দেশের বিভিন্ন রাজ্যকে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরিত করার ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের জনগণ আজ নতুন উদ্যমে জাতীয় ঐক্য ও সংহতির পথে এগিয়ে চলেছে। মোদি সরকারের আমলে সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর প্রাপ্য সম্মান প্রদান করা হয়েছে, যা গোটা দেশের কাছে গর্বের বিষয়।”
এই একতা মার্চের মাধ্যমে সর্দার প্যাটেলের আদর্শকে স্মরণ করে বিজেপি কর্মীরা শহরবাসীর মনে জাতীয়তাবাদের আলো জ্বালালেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে শপথ নিলেন দেশের ঐক্য অটুট রাখার।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version