জাতীয় সড়ক অবরোধ: পুনর্বাসনের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের বিক্ষোভ

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || পুনর্বাসনের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের একাংশ আজ সকালে চম্পকনগর ব্রিজের পাদদেশে বারামুরা পাহাড়ের কাছে ২৪ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধ শুরু করেছে। তাঁদের ২১ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন গড়ে উঠেছে।

প্রথমে বিশ্রামগঞ্জ, আমরপুর, হেজামারা ও খোয়াই চৌমুহানিসহ একাধিক স্থানে অবরোধের পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত শুধুমাত্র চম্পকনগর ব্রিজ এলাকায় আন্দোলন শক্তিশালী হয়েছে।

বিক্ষোভস্থলে উপস্থিত আন্দোলনের অন্যতম নেতা ড্যানিয়েল দেববর্মা জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। তবে, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি।

আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তিচুক্তির আওতায় আত্মসমর্পণ করলেও, এখন পর্যন্ত প্রতিশ্রুত পুনর্বাসন ব্যবস্থা কার্যকর হয়নি। ড্যানিয়েল দেববর্মা বলেন, “শান্তিচুক্তি সই হলেও বাস্তবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি আমাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে।”

এই আন্দোলন প্রাক্তন জঙ্গিদের দীর্ঘদিনের ক্ষোভকে সামনে এনেছে, যারা সরকারের পুনর্বাসন নীতির বাস্তবায়ন নিয়ে অসন্তুষ্ট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অবরোধ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version