জামাইষষ্ঠীর উৎসবে বৃষ্টির ভাটা, আগরতলার বাজারে নিস্তেজ বেচাকেনা

1 Min Read

নিউজ ডেস্ক || রবিবার ছিল বাঙালি পরিবারের ঐতিহ্যবাহী উৎসব জামাইষষ্ঠী। প্রতি বছর এই দিনে রাজধানী আগরতলার বাজার ও মিষ্টির দোকানগুলিতে উৎসবমুখর ভিড় দেখা গেলেও, এ বছর টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির কারণে উৎসবের আমেজে পড়েছে ভাটা।

নামী মিষ্টির দোকানগুলিতে গ্রাহকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। দোকানদাররা জানান, জামাইষষ্ঠী উপলক্ষে বিশেষ মিষ্টি প্রস্তুত করা হলেও বিক্রি প্রায় তলানিতে ঠেকেছে। প্রবল বৃষ্টির জেরে অনেকেই বাইরে বের হননি, ফলে মিষ্টির চাহিদা কমেছে।

একই চিত্র মাছ ও মাংসের বাজারে। জামাইষষ্ঠীতে মাছের বাজারে সাধারণত যে ভিড় দেখা যায়, তা এবার কার্যত অনুপস্থিত। বিক্রেতাদের মতে, গত বছর যেখানে দিনে কয়েক হাজার টাকার বিক্রি হত, এবার তা কয়েকশো টাকায় সীমাবদ্ধ থেকেছে। এক ব্যবসায়ী বলেন, “এই দিনটির জন্য আমরা অনেক প্রস্তুতি নিই। কিন্তু বৃষ্টির কারণে মানুষ বাজারে আসেনি। এমন পরিস্থিতিতে ব্যবসা চালানো কঠিন।”

বন্যা ও দুর্যোগের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় উৎসবের আনন্দ ম্লান হয়েছে। ত্রিপুরার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির জেরে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে, বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই দুর্যোগে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও বিশেষ সহায়তার দাবি তুলেছেন।

এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও জামাইষষ্ঠীর ঐতিহ্য রক্ষার চেষ্টা করেছেন অনেকে, তবে বৃষ্টির কারণে উৎসবের উৎসাহে ঘাটতি পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version