নিউজ ডেস্ক || জিবিপি হাসপাতালে ফের চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ সকালে হাসপাতালে চিকিৎসার জন্য এসে ১৪ হাজার টাকা খুইয়েছেন প্রিয়াঙ্কা দাস নামে এক মহিলা। অম্মপি এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি সকালে হাসপাতালে টিকিট কাউন্টারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। এরপর ডাক্তারের রুমে গিয়ে দেখেন, তার ব্যাগের ভেতর থাকা একটি ছোট ব্যাগে রাখা টাকা গায়েব।
বহু খোঁজাখুঁজির পরেও ব্যাগটি না পাওয়ায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার পর প্রিয়াঙ্কা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এই ঘটনা জিবিপি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আরও একবার প্রকাশ্যে এনেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রয়েছে সকলের।
