জি.বি.পি. হাসপাতালে দুপুরের খাবার প্রদান কর্মসূচির সূচনা

By onlinenews tripura 2 Min Read

আগরতলা || দেশের প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ দুপুরে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং জি.বি.পি, হাসপাতালে রোগীর সহকারীদের জন্য দুপুরের খাবার প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। স্বাস্থ্য দপ্তর, রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে আজ থেকে চালু হওয়া এই কর্মসূচিতে রোগীদের সাথে আগত সহকারীদের প্রতিদিন দুপুরে মাত্র ১০ টাকার বিনিময়ে খাবার প্রদান করা হবে। জি.বি.পি. হাসপাতালে এই কর্মসূচিটি চালু করার জন্য মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, এবারের রাজ্য বাজেটেও সরকারের উদ্যোগে ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের সংস্থান রাখা হয়েছে, যাতে চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে আগরতলায় আগত রোগীর সহকারীরা স্বল্প খরচে রাত্রিযাপন এবং খাবার খেতে পারেন। মুখ্যমন্ত্রী জি.বি. হাসপাতালের মেডিসিন বিভাগ সংলগ্ন স্থানে এই কর্মসূচির ফলক উন্মোচন করেন এবং উপস্থিত রোগীর সহকারীদের মধ্যে তিনি ভাত, ডাল, সব্জি ও ডিম সহ দুপুরের খাবার পরিবেশন করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য কর্পোরেটর তুষার ভট্টাচার্য, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডা. সঞ্জীব কুমার দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হরপ্রসাদ শর্মা, জি.বি.পি, হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিক্যাল সুপার ডা. কনক চৌধুরী সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক এবং বিশিষ্ট চিকিৎসকগণ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version