নিউজ ডেস্ক || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে চলেছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় জোলাইবাড়ীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। মন্ত্রীর উদ্যোগে যোগাযোগ ব্যবস্থায় একধাপ এগিয়ে গেল জোলাইবাড়ী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জোলাইবাড়ী রেলস্টেশনে নতুন স্টপেজ চালু হওয়ায় এলাকাবাসীর দূরদূরান্তে যাতায়াতের সমস্যা অনেকটাই লাঘব হলো।
দক্ষিণ ত্রিপুরা জেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে ট্রেনটি জোলাইবাড়ী রেলস্টেশন অতিক্রম করে সাব্রুমের দিকে চলে যেত। কিন্তু স্টপেজ না থাকায় এলাকার মানুষ দূরদূরান্তে যাতায়াতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতেন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে জোলাইবাড়ীতে স্টপেজের দাবি জানান। তাঁর এই দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী জোলাইবাড়ীতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের অনুমোদন দেন, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
এই ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য জোলাইবাড়ী রেলস্টেশনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার মহকুমাশাসক মনোজ সাহা, জোলাইবাড়ী ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্তসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ীতে রেল পরিষেবা প্রদানের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানান। বক্তৃতা শেষে সাব্রুম থেকে আগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে জোলাইবাড়ী রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
নতুন স্টপেজ চালুর এই ঘটনা জোলাইবাড়ীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। এলাকাবাসীর মতে, এই উদ্যোগ জোলাইবাড়ীর যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম ও সমৃদ্ধ করবে, যা এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।