জোলাইবাড়ী পেট্রোল পাম্পে আয়রন যুক্ত জলের অভিযোগ, বিক্ষোভে স্থানীয় যানচালকরা

নিউজ ডেস্ক || শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ী মোটরস্ট্যান্ড সংলগ্ন শুভ্রজিৎ পোদ্দারের মালিকানাধীন পেট্রোল পাম্পে পানীয় জলের গুণগত মান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাম্পের জলে আয়রনের উপস্থিতির কারণে পান করার পর অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার স্থানীয় যানচালকরা পাম্পের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন, দাবি জানান বিশুদ্ধ পানীয় জলের।

প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে স্থানীয় বাসিন্দা থেকে পার্শ্ববর্তী দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই পাম্প থেকে জল সংগ্রহ করেন। কিন্তু জলের গুণগত মান নিয়ে সমস্যা প্রকাশ্যে আসায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা জানান, পাম্পের মালিককে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা এই পথ অবরোধের পথ বেছে নেন।

পাম্পের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জলের আয়রন যুক্ত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পাম্পের মালিক শুভ্রজিৎ পোদ্দার ও সুব্রত পাল কর্মসূত্রে আগরতলায় থাকেন এবং তাঁদের এই সমস্যার কথা জানানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই পাম্পের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে, যেখানে গ্রাহকরা নানান সমস্যার সম্মুখীন হন। জোলাইবাড়ীর অপর পেট্রোল পাম্পটি সঠিক সেবা প্রদান করলেও পোদ্দারের পাম্প নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ী ফাঁড়ি থানার ওসি খোকন চন্দ্র দাস। তাঁর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে এবং গ্রাহকদের হয়রানি অব্যাহত থাকলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

এখন সকলের দৃষ্টি প্রশাসনের দিকে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ নেয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version