নিউজ ডেস্ক || টাকারজলা বিধানসভা কেন্দ্রে বড়সড় রাজনৈতিক ঘটনা! বুধবার দুপুরে টাকারজলা মণ্ডলের অন্তর্গত জন্ম জয়নগর ভিলেজ কমিটির হরিমঙ্গল পাড়ায় মথা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন ১৩টি পরিবারের মোট ৫২ জন ভোটার। এই যোগদান সভা টাকারজলা মণ্ডল সভাপতি নির্মল দেববর্মার নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন নির্মল দেববর্মা। এসময় উপস্থিত ছিলেন মণ্ডলের সহ-সভাপতি রমনাথ দেববর্মা। যোগদানকারী ভোটাররা আগামী দিনে বিজেপির হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল দেববর্মা বলেন, “২০২৬ সালের এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অসংখ্য ভোটার। আমাদের দল ক্রমশ শক্তিশালী হচ্ছে।” তিনি আরও জানান, টাকারজলায় বিজেপির জনভিত্তি আরও মজবুত করতে তারা কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে টাকারজলায় মথা দলের প্রার্থী বিশ্বজিৎ কলই রেকর্ড ভোটে জয়ী হয়ে বর্তমানে বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন। মথা দলের এই কেন্দ্রে শক্তিশালী ভিত্তি থাকা সত্ত্বেও, এডিসি নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ৫২ জন ভোটারের মথা ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, টাকারজলায় এডিসি নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কেউ কেউ এই ঘটনাকে ‘উল্টো গঙ্গা’ প্রবাহিত হওয়ার সঙ্গে তুলনা করছেন।
এই যোগদান ঘটনা আগামী এডিসি নির্বাচনে টাকারজলার রাজনৈতিক চিত্রে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন শুরু হয়েছে নানা জল্পনা।