টিআরটিসি পাড়াবাসীদের তিন দফা দাবিতে আমবাসা পুর পরিষদে ডেপুটেশন

1 Min Read
নিউজ ডেস্ক || দীর্ঘদিনের উন্নয়নহীনতার প্রতিবাদে আমবাসা পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের টিআরটিসি পাড়ার বাসিন্দারা সোমবার পুর পরিষদের চেয়ারম্যানের কাছে তিন দফা দাবি সম্বলিত ডেপুটেশন জমা দিয়েছেন। রাস্তাঘাট, পানীয় জলের সংকট ও ড্রেন সংস্কারের মতো মৌলিক সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসী একজোট হয়েছেন।
টিআরটিসি পাড়ায় বহু বছর ধরে রাস্তার বেহাল দশা, পানীয় জলের তীব্র সংকট এবং ড্রেনেজ ব্যবস্থার অবনতি চলছে। নিয়মিত কর প্রদান করলেও এলাকাবাসী কোনো উন্নয়নমূলক সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এর ফলে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বাড়ছে।
প্রতিনিধি দলের নেতা সম্রাট বসাক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পুর পরিষদকে কর দিয়ে আসছি, কিন্তু রাস্তা-ড্রেন-পানীয় জলের মতো মৌলিক সমস্যার কোনো সমাধান হচ্ছে না। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
ডেপুটেশন গ্রহণের পর পুর পরিষদের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টিআরটিসি পাড়াবাসী এখন অপেক্ষায় রয়েছেন—পুর পরিষদ কত দ্রুত এই দাবিগুলির সমাধানে উদ্যোগ নেয়। দাবি পূরণ না হলে এলাকায় বৃহত্তর আন্দোলনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version