টিএসএফ-এর জাতীয় সড়ক অবরোধ, বন্ধ ককবরক পরীক্ষা

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন (টিএসএফ)-এর নেতৃত্বে ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে আজ সকাল থেকেই রাজ্য জুড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। জম্পুইজলায় সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলে তালা ঝুলিয়ে এবং জম্পুইজলা জিরানিয়া সড়কে মহকুমা অফিসের সামনে অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করে তোলে।

এই অবরোধের ফলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীন আজকের ককবরক বিষয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়। অনেক যানবাহন, অফিসগামী কর্মী ও পথচারী অবরোধের কারণে আটকে পড়েন।

গুরুত্বপূর্ণ বৈঠকের পরও সমস্যার সমাধান না হওয়ায় টিএসএফ এই আন্দোলন শুরু করেছে, যা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিবহন ব্যবস্থা ব্যাহত করেছে। এই অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে আইপিএফটি।

এই ধরনের প্রতিবাদে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। ত্রিপুরার প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে সংঘাতের সমাধানের প্রত্যাশা নিয়ে গোটা রাজ্যের মানুষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version