টেট ফলাফলের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও, পুলিশের হেফাজতে চাকরি প্রত্যাশীরা

1 Min Read

নিউজ ডেস্ক || টেট (শিক্ষক নিয়োগ পরীক্ষা) ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক চাকরি প্রত্যাশী মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন। তবে, তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো পূর্বানুমতি না থাকায় পুলিশ তাঁদের আটক করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়।

এদিন এক পরীক্ষার্থী জানান, “টেট ওয়ান এবং টেট টু-এর ফলাফল প্রকাশের দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। শিক্ষা ভবনে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেও কোনো সদুত্তর পাইনি।” আরেক চাকরি প্রত্যাশী বলেন, “বহুদিন আগে আমাদের পরীক্ষা হয়েছে, কিন্তু এখনও ফলাফল প্রকাশিত হয়নি। তাই আমরা দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে এখানে এসেছি।”

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান, “বিক্ষোভকারীদের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো অনুমতি ছিল না। তাই তাঁদের আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।”

এই ঘটনায় রাজ্যের শিক্ষা দপ্তরের উপর চাপ বাড়ছে, কারণ দীর্ঘদিন ধরে টেট ফলাফল প্রকাশ না হওয়ায় বেকার যুবক-যুবতীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version