নিউজ ডেস্ক || আমেরিকার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। এই সাফল্যের কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁদের ফিরিয়ে আনার, এবং সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন।
হোয়াইট হাউসের এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়, “মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।”
ট্রাম্প এ নিয়েও প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, “বাইডেন তাঁদের ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওঁদের ফিরিয়ে আনতে হবে। সুনীতারা ফিরেছেন।”
ট্রাম্প আরও জানান, মহাকাশ থেকে ফেরার পর সুনীতা ও বুচের কিছু সময় প্রয়োজন সুস্থ হয়ে ওঠার জন্য। সুস্থ হয়ে উঠলে তাঁদের হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে বলে তিনি ঘোষণা করেন।
উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর বোয়িংয়ের নতুন মহাকাশযান “স্টারলাইনার”-এ চড়ে মহাকাশ গিয়েছিলেন। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁদের পৃথিবীতে ফেরার পরিকল্পনা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত তাঁরা সফলভাবে ফিরতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।