ট্রাম্পের শুল্ক-হুঙ্কারে বিশ্ব বাজারে তোলপাড়, সোনার দামে ঊর্ধ্বগতি

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক বাণিজ্যে নতুন ঝড় তুললেন। ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ এবং চিন থেকে আমদানি করা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন তিনি। বুধবার আমেরিকার স্থানীয় সময় বিকেল ৪টেয় (ভারতীয় সময় রাত দেড়টা) এই ‘পাল্টা শুল্ক’ নিয়ে বিস্তারিত জানান ট্রাম্প। এ ছাড়াও, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনামের উপর ৪৬%, জাপানের উপর ২৪%, দক্ষিণ কোরিয়ার উপর ২৫%, যুক্তরাজ্যের উপর ১০%, তাইল্যান্ডের উপর ৩৬% এবং সুইৎজারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

এই ঘোষণার জেরে এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশগুলির শেয়ার বাজার তলানিতে ঠেকেছে। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ারের দর কমতে শুরু করে। তবে, ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিকে, সোনার দাম লাফিয়ে বাড়ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তার সৃষ্টি করেছে। বাণিজ্য যুদ্ধের আঁচ এখন কীভাবে বিশ্ব বাজারকে প্রভাবিত করে, সেদিকে নজর রাখছে গোটা বিশ্ব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version