ত্রিপুরা মেডিক্যাল কলেজে ঘুষ কেলেঙ্কারি: উচ্চস্তরের তদন্তের দাবি এসএফআই ও টিএসইউ-এর

By onlinenews tripura 2 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরা মেডিক্যাল কলেজে (TMC) ঘুষ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এবং ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন (TSU) উচ্চস্তরের তদন্তের দাবি জানিয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপিকা সোমা চৌধুরী ও তাঁর সহযোগীদের নাম জড়িয়েছে, যারা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে ঘুষ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল SFI ও TSU-এর এক যৌথ প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন সন্দীপন দেব, সৌখিন চক্রবর্তী, অলক দেব, কৌশিক পাতারী, বিশাল চক্রবর্তী, দেবাঞ্জন দাস, সুজিত ত্রিপুরা ও অঙ্কিত মুরাসিংহ, মেডিক্যাল শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ.পি. শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

যৌথ বিবৃতিতে SFI ও TSU জানিয়েছে, পরিচালক তাদের দাবি ‘বৈধ’ বলে স্বীকার করে নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে পুলিশের তদন্তের পাশাপাশি মেডিক্যাল শিক্ষা দপ্তরও স্বতন্ত্র তদন্ত করবে, যাতে কলেজের সুনাম ও ছাত্রদের স্বার্থ রক্ষা করা যায়। তিনি বলেন, “এটি অত্যন্ত আশ্চর্যজনক ও লজ্জাজনক, কারণ এতদিন ধরে TMC উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা মেডিক্যাল কলেজ হিসেবে পরিচিত ছিল।”

এদিকে, TMC-এর অধ্যক্ষ ও বিশিষ্ট চিকিৎসক ড. অরিন্দম দত্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন, “এটি ছাত্রদের ভবিষ্যৎ ও রাজ্যের মেডিক্যাল শিক্ষার মানের জন্য ক্ষতিকর।” তিনি জানান, এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চ করছে, তবে কলেজ কর্তৃপক্ষও ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্ত অধ্যাপিকা সোমা চৌধুরীকে আপাতত বরখাস্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version