ট্রেনে জন্ম নিল নবজাতক, ধর্মনগর জিআরপিএস-এর তৎপরতায় নিরাপদে হাসপাতালে মা ও শিশু

1 Min Read

নিউজ ডেস্ক || সাব্রুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে এক অভূতপূর্ব ঘটনায় জন্ম নিল একটি পুত্রসন্তান। প্রসূতি মা ক্যাটকি নাগাসিয়া ট্রেনে সন্তান প্রসব করেন, এবং খবর পাওয়া মাত্রই ধর্মনগর জিআরপিএস তৎপর হয়ে ওঠে। মা ও নবজাতককে দ্রুত ধর্মনগর রেলওয়ে স্টেশনে উদ্ধার করা হয়।

ঘটনার পর ধর্মনগর রেলওয়ে হাসপাতালে বিষয়টি জানানো হলে, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা স্টেশনে পৌঁছে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, দুজনেই সুস্থ রয়েছেন। পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে খবর দেওয়া হলে, একটি অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে রেলওয়ে স্টেশন থেকে জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে ধর্মনগর পিআরপিএস-এর অফিস ইনচার্জ উত্তম কুমার কলই বলেন, “আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে মা ও শিশুকে নিরাপদে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।” জানা গেছে, প্রসূতি মায়ের নাম ক্যাটকি নাগাসিয়া এবং পিতার নাম ক্যাটকা নাগাশিয়া। তাদের বাড়ি রাঁচিতে।

এই ঘটনা ধর্মনগর জিআরপিএস-এর তৎপরতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version