ড. বি আর আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত ত্রিপুরা: সমতা ও কল্যাণের পথে এগিয়ে

By onlinenews tripura 2 Min Read

নিজস্ব প্রতিনিধি || ভারতের সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের স্টেট মিউজিয়াম প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার আম্বেদকরের আদর্শকে অনুসরণ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে কাজ করে চলেছে।

মুখ্যমন্ত্রী আম্বেদকরকে একজন পণ্ডিত, দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান আমাদের উপহার দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে ওঠা আম্বেদকর সারাজীবন নিপীড়িত মানুষের জন্য লড়াই করেছেন এবং তাঁর এই আদর্শ আজও সকলকে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, “আম্বেদকরের দেখানো পথে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে। শুধু জন্মবার্ষিকী পালন নয়, তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন, আম্বেদকর একটি নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন, যেখানে অস্পৃশ্যতা, ঘৃণা ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। তিনি বিশ্বের বৃহত্তম সংবিধান উপহার দিয়ে সেই স্বপ্নকে বাস্তবায়নের পথ দেখিয়েছেন। মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. বি আর আম্বেদকরের চিন্তাধারা বাস্তবায়নের জন্য কাজ করে চলেছেন। এরই প্রমাণ হিসেবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি রামনাথ কোবিন্দ এবং জনজাতি গোষ্ঠীর প্রতিনিধি দৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তপশিলি জাতি গোষ্ঠীর শিক্ষার জন্য প্রি-মেট্রিক, পোস্ট-মেট্রিক স্কলারশিপ সহ বিভিন্ন বৃত্তি প্রদান করছে। এছাড়া, ২০২৩ সালে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিধানসভা ভবনের সামনে ড. বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক দীপক মজুমদার, মীনা রাণী সরকার, কিশোর বর্মণ সহ বিশিষ্টজনেরা আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। শিল্পীদের ভজন ও সংগীত পরিবেশন অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা সরকার ড. বি আর আম্বেদকরের আদর্শকে আরও গভীরভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version