নিউজ ডেস্ক || বাংলাদেশের বিতর্কিত ও অনির্বাচিত সরকার ঢাকা শহরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু’ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ করার ঘোষণা দিয়েছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত জনঅভ্যুত্থানের পর দেশজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ছবি ও প্রতিকৃতি ভাঙচুরের ঘটনা ঘটে। সর্বশেষ এই নাম পরিবর্তনের সিদ্ধান্তকে ইতিহাস মুছতে ও বিকৃত করতে সরকারের আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৫৪ সালে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে প্রতিষ্ঠিত এই ক্রীড়া ভেন্যু ১৯৯৮ সালে ‘বঙ্গবন্ধু’ স্টেডিয়াম নামে পুনঃনামকরণ করা হয়। এই স্টেডিয়াম ১৯৭৮ সালে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর প্রদর্শনী ম্যাচ থেকে শুরু করে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পর্যন্ত অসংখ্য ঐতিহাসিক ক্রীড়া অনুষ্ঠানের সাক্ষী।
একজন বিশিষ্ট বাংলাদেশি বুদ্ধিজীবী মন্তব্য করেছেন, “ইতিহাসকে উপেক্ষা করা মানেই ট্র্যাজেডি ডেকে আনা। বর্তমান শাসকগোষ্ঠী পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করছে, যারা নিজেরাই এখন চরম সংকটের মধ্যে রয়েছে। এই সরকার যা করছে, তা আমাদের জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে ধ্বংস করার নামান্তর।”
দেশের সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং শীঘ্রই ব্যাপক প্রতিক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।