তিতাস নদী থেকে আগরতলার ৫১ ওয়ার্ডে পানীয় জল, বিবেকানন্দ টাউনশিপের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর ঘোষণা

2 Min Read
নিউজ ডেস্ক || আগরতলা পুর নিগমের সমস্ত ৫১টি ওয়ার্ডে তিতাস নদী থেকে পানীয় জল সরবরাহের পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আজ আগরতলার কামান চৌমুহনী সংলগ্ন বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। এই প্রকল্পে নির্মিত ৪৮টি ভূমিকম্প-প্রতিরোধী আবাসন নিম্ন, মধ্যম এবং উচ্চ-আয়ের গোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে, যার মোট ব্যয় ২০ কোটি ২২ লক্ষ টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, “এই আবাসন প্রকল্পে নির্মাণের সময় কিছু সমস্যা হলেও আমাদের সরকার স্বচ্ছভাবে কাজ করছে। আমরা জনগণের উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। আজ আমরা এই আবাসনের চাবি মালিকদের হাতে তুলে দিয়েছি।” তিনি ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (টুডা)-কে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার উন্নয়নের জন্য নিরলস কাজ করে চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, “টুডার মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল এবং মধ্যবিত্তদের জন্য আধুনিক ফ্ল্যাট নির্মাণ। আমরা সুউচ্চ ভবন নির্মাণের অনুমতিও দিয়েছি।”
এছাড়াও, ভগত সিং যুব আবাসের কাছে ৯৬ কোটি টাকা ব্যয়ে ২১৬টি আবাসনের আরেকটি প্রকল্পের কাজ চলছে, যা আগামী মার্চের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে বাহ্যিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলির জন্য ঋণের বোঝা কমানোর অনুরোধ জানিয়েছেন।
পানীয় জল সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, “হাওড়া, কালাপানিয়া ও কাটাখালের জল তিতাস নদীর সঙ্গে মিশেছে। আমরা পরিকল্পনা করছি তিতাস নদী থেকে আগরতলার ৫১টি ওয়ার্ডে আয়রন-মুক্ত পানীয় জল সরবরাহ করার। এ বিষয়ে প্রস্তাব তৈরি হয়েছে এবং পরিকল্পনা সফল হলে কেন্দ্রের কাছে বিষয়টি উত্থাপন করা হবে।”
রাজ্যের ২০টি শহরে জিআইএস-ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে, যার মধ্যে আগরতলার মাস্টার প্ল্যান ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে ৫ বছরে ১,৫০০ কোটি টাকা এবং এডিবি’র অর্থায়নে ৫৩০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, টুডার কমিশনার মিহির কান্তি গোপ, পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিবেকানন্দ টাউনশিপে সিসিটিভি নজরদারি, লিফট, পানীয় জল, গাড়ি পার্কিং ও জল নিষ্কাশনের মতো আধুনিক সুবিধা রয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version